যোগাযোগ

০১৭১৬২৬৭০৬৪

Saturday, May 18, 2019

ফ্রি মোবাইল সার্ভিসিং শিখুন মোবাইল রিপেয়ারিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি

আস-সালামু আলাইকুম। ফ্রি মোবাইল সার্ভিসিং কোর্সে আপনাদের সকলকে স্বাগত্বম। আশাকরি সবাই ভাল আছেন।

বর্তমান সময়ে যে সকল স্মার্ট বিজনেস আছে তার মধ্যে মোবাইল সার্ভিসিং অন্যতম। মোবাইল রিপেয়ারিং এর ব্যপক চাহিদাও  রয়েছে মার্কেটে। আপনি যদি একজন ভাল মানের টেকনিশিয়ান হতে পারেন তাহলে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না। কিন্তু তার জন্য প্রয়োজন ধর্য্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা। এই বিষয় গুলো আপনার থাকলে আপনি অবশ্যই সফল হবেন।

এখন আসল কথায় আসি। মোবাইল রিপেয়ারিং শেখার জন্য প্রথমেই আপনার মোবাইল সম্পর্কে টুকটাক ধারনা থাকতে হবে। যেমন মোবাইল এর বিভিন্ন সেটিং সম্পর্কে। না থাকলেও সমস্যা নাই আস্তে আস্তে সব শিখে নিবেন।

আজকে প্রথম পর্বে আমরা মোবাইল সার্ভিসিং করতে যে সকল যন্ত্রপাতির  ( টুলস )প্রয়োজন হয় তার সাথে পরিচিত হব। বর্তমান সময়ে অত্যন্ত আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মোবাইল মেরামত করা হয়। তবে প্রাথমিক ভাবে শুরু করার জন্য অল্প কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। মার্কেটে বিভিন্ন মানের এবং দামের টুলস পাওয়া যায়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নিবেন। তবে ভাল মানের টুলস দিয়ে কাজ করা অনেক সুবিধাজনক।

আসুন আমরা টুলস গুলোর সাথে পরিচিত হইঃ-

   ১। টুল বক্স
মোবাইল খোলার জন্য এই সকল টুল বক্স ব্যবহার করা হয়। কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের টুল বক্স ব্যবহার করার প্রয়োজন পরে। 

 ২। সোল্ডারিং আয়রন
মোবাইলের বিভিন্ন অংশে ঝালাই করা এবং অন্যান্য কাজে সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়।

 ৩।ডিসি পাওয়ার সাপ্লাই

মোবাইল সার্ভিসিংএ ডিসি পাওয়ার সাপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ব্যাটারী ছাড়া অন করতে এবং মোবাইল এর সমস্যা নির্নয় করার জন্য এটা ব্যবহার করা হয়।

৪। হট এয়ার গান
মোবাইল এর মাদার বোর্ডের বিভিন্ন পার্টস পরিবর্তনের জন্য এটা ব্যবহার করা হয়। যেমনঃ আইসি, চার্জিং পোর্ট, মাইক্রোফোন, LCD Connector, ইত্যাদী।

৫। মিটার

মোবাইলের বিভিন্ন Component  মাপার জন্য মিটারের ব্যবহার করা হয়।

 ৬। এলসিডি সেপারেটর
মোবাইল ডিস্পেলে থেকে টাচ আলাদা কারা এবং বিভিন্ন সময় মোবাইল খোলার কাজে আমারা এটার ব্যবহার করব।


৭।কম্পিউটার অথবা ল্যাপটপ
 মোবাইল সার্ভিসিং এর জন্য কম্পিউটার এর প্রয়োজন ।

৮। মোবাইল সফটওয়্যার বক্স
মোবাইল ফ্লাস কারা এবং বিভিন্ন সময়ে সফটওয়্যার জনিত সমস্যা সমাধানে আমরা এই বক্স গুলো ব্যবহার করব।

৯। মোবাইল পিসিবি স্টান্ড
মোবাইল এর মাদারবোর্ডকে এটার সাথে আটকে রেখে কাজ করা হয়।


১০। এছাড়াও আরো অনেক টুলস রয়েছে মোবাইল এর কাজ করার জন্য। পেস্ট, রাং, রজন, থিনার, জাম্পার ওয়ার, টেপ, গাম, কাটার, আইসি রিবল পেস্ট ও প্লেট, ব্রাস, টুইজার, হিটসুইং টেপ সহ আরো অনেক কিছু। এগুলোর সাথে আমরা পর্যায় ক্রমে পরিচিত হব। 

   এডভান্স লেভেলের কাজের জন্য কিছু টুলস রয়েছে যার সাথে আমরা পরবর্তী কোন সময় পরিচিত হয়ে নেব।


আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আমারা মোবাইল মাদার বোর্ড এবং এর সম্পর্কে আলোচানা করব।


** আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখতে পারেন**




ইউটিউব

https://www.youtube.com/channel/UCLNDJnAsaxNTAjATod-u9ng


আমরা ফেজবুকে
facebook

https://web.facebook.com/PhoneFirmwarenBd

No comments:

Post a Comment